২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ০২, ২০২৫
২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। ৩০ জুনের মধ্যে এ কাজ শেষ করা হবে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আইন অনুযায়ী চলতি বছর হালনাগাদের যেসব তথ্য সংগ্রহ করা হবে তা অন্তর্ভুক্ত করে খসড়া ভোটার তালিকা করা হবে।”
তিনি আরও বলেন, “তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের ২ জানুয়ারি। আর চূড়ান্ত তালিকা হবে আগামী বছরের ২ মার্চ। বছর শেষে ভোটারযোগ্যদের তালিকাভুক্ত করতে প্রয়োজনে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।”
নির্বাচন কমিশনার বলেন, “যদি এর আগে জাতীয় নির্বাচন হয় এবং প্রয়োজন হলে অধ্যাদেশের মাধ্যমে আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।”