হিযবুত তাহ্‌রীরের মিছিল থেকে কয়েকজন আটক

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ০৭, ২০২৫

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি থেকে বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনের সড়কে কর্মসূচি শুরুর পর তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হিযবুত তাহ্‌রীরের সমর্থকরা মিছিল শুরু করার কিছু সময় পর পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিভিন্ন গলিতে অভিযান চালিয়ে নাসিরসহ বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করে। আটক নাসির যাত্রাবাড়ী এলাকা থেকে মিছিলে অংশ নিতে এসেছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে হিযবুত তাহরীরের সক্রিয় ৩ সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ইউনিট।

এছাড়া বার্তায় পুলিশ সদরদপ্তর আজ জানায়, হিযবুত তাহ্‌রীর নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

ডিএমপি জানায়, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক হিযবুত তাহ্‌রীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠন কর্তৃক সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।