হাসান আজারকাত

হাসান আজারকাত

হাসান আজারকাতের পাঁচটি কবিতা

প্রকাশিত : নভেম্বর ১৫, ২০২০

একজন সফল মোসাহেব হতে হলে যা জরুরি

উপরতলায় থাকার লড়াইয়ে উপরে ওঠার রাস্তাটা চেনা জরুরি।
তারচেয়েও জরুরি ক্ষমতাবানের আশির্বাদ।
আশির্বাদ পেতে তেলের শিশি, মালিশের হাত এবং একটি জিহ্বাও জরুরি।
শুধু এসব সরঞ্জাম থাকলেই চলবে না
চুষে,
চেটে,
মর্দনে,
ভিজিয়ে দেয়ার মেধা থাকাটাও খুব জরুরি।

মিষ্টির চারপাশে ভিড় জমানো পিঁপড়ের মতো আশপাশের প্রতিযোগীদের চিনে রাখাটাও বড্ড জরুরি।
জরুরি নিজের বিবেক বিক্রি করা, যেন তা দংশন করার আগ্রহ হারিয়ে ফেলে।
আরও জরুরি
সেই চোখ, যা সত্য দেখে না,
সেই কান, যা সত্য শোনে না
সেই মুখ, যা সত্য বলে না...

যে পাখি কদাচিৎ নীড়ে ফেরে

বিনা এলার্মে ঘুম ভেঙে
সকালে বের হওয়া এক চাতক পাখি
দুপায়ে উড়ে বেড়ায় ঠিকানাহীন।
দুপুরে বটতলায় নারিকেল তলায় দুদণ্ড জিরিয়ে
সন্ধে নামলেই বসে যায় নেশার আসরে;
মধ্যরাত্তিরে কাটে সে নেশা
তবুও ফেরে না তারা নীড়ে
আজ এখানে কাল ওখানে দু’ইঞ্চি জায়গায় শরীর এলিয়ে শুয়ে পড়ে।
এভাবেই চলে সপ্তাহখানেক উৎপাত
পকেটের তেল শেষ হলে স্মৃতিভ্রম কাটে
ফিরে আসে লেক সার্কাসে, কালো গেটঅলা বাড়িটার নিচে।

আন্তর্জাতিক মরণরেখা

নির্দিষ্ট রেখায় টেনে দেয়া স্থান
জায়গা বেজায়গায় কোথাও কাঁটাতারের বেড়া
কোথাও নদী অথবা সাগর
কোথাও বা বেঞ্চ পেতে রাখা...
একেক রেখার ভেতর একেক সমীকরণে নির্ণীত জীবনমান।

কোনো রেখা অতিক্রম করলে শুরু হয় দেদারসে গোলাবর্ষণ
কোনো রেখার নিরাপত্তার ইজারাদার জাতিসঙ্ঘ
যে রেখার দখল নিয়েই ক্ষণে ক্ষণে বাঁধে যুদ্ধ-হাঙ্গামা
সে রেখার কাঁধেই বন্ধুক রেখে প্রতিদিন বিক্রি হয় স্বাধীনতা বিষয়ক ধারণা।

রেখায় উল্টো হয়ে ঝুলে থাকে ফেলানী
রেখা পার হয়ে ছুটে আসে রোহিঙ্গার দল
রেখার ওপাড়েই দাউদাউ জ্বলে গগনচুম্বী অনল।

টিআরপি

প্রতিদিন অপ্রত্যাশিত লাশের মিছিল বাড়ে।
অথচ ক্লিক বেইটের গ্রাফে নিয়ন্ত্রিত হয় লাশদের আত্মপ্রকাশ।
যে লাশের গল্প রটে অলিতে-গলিতে, পাড়া-মহল্লায়;
সে লাশ কবর খুঁড়ে পরিবেশিত হয়
আধুনিক সিনেমার গল্প-কবিতা-প্রতিবাদ-প্রবন্ধ আকারে।
যে লাশ গল্প রটাতে পারে না,
তার লাশ হবার পেছনের গল্পে হুলুস্থুল বাধে না ব্যস্ত শহরে।

আইসোলেট

সবকিছুই তোমার নিয়ন্ত্রণে।
নিজেকে বিক্রিত মনে হয় মাঝে মাঝে।
কী রঙের জামা, চুলের ফ্যাশন, কোন জানালার কপাট খুলতে হবে
এসমস্ত কিছুর স্বৈরতান্ত্রিক উপায়ে সিদ্ধান্তের একচ্ছত্র অধিকার তোমার দখলে।
শুধু আমার সত্তাটাই এখন পর্যন্ত দখল করতে পারলে না
দমবন্ধ করা আবহ সেটার দখল বহু আগে নিয়ে নিয়েছে।