হামাসের নতুন প্রধান খালেদ মেশাল

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১৮, ২০২৪

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইজরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজায় হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছিলেন।

ইজরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তথ্যমতে, গত বছরের ৭ অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন ইয়াহিয়া সিনওয়ার।

সিনওয়ারের উত্তরসূরী হিসেবে খালেদ মেশালকে মনোনীত করেছে হামাস। খালেদ মেশাল হামাসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি এখন ইজরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনায় জড়িত মূল দলগুলোর সঙ্গে যোগাযোগ করবেন।

ইয়াহিয়া সিনওয়ারের নিহতের বিষয়টি এরই মধ্যে হামাস তুরস্ক, কাতার ও মিশরের কর্মকর্তাদের জানিয়েছেন। সেইসঙ্গে জোর দিয়ে বলা হয়েছে, সিনওয়ারের মৃত্যুর পর বন্দি বিনিময় ও যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা ক্রমশ কঠিন হয়ে উঠবে। সূত্র: এলবিসিআই নিউজ