স্যাম লেভেন্সনের কবিতা ‘রূপবতী’
ভাষান্তর: কাজী জহিরুল ইসলামপ্রকাশিত : জুন ২৮, ২০২৪
সুন্দর ঠোঁট যদি পেতে চাও
সে-ঠোঁটে বসাও
মানুষের কথা,
প্রেম, মানবতা।
যদি চাও তুমি উজ্জ্বল বিভা, হরিণীর চোখ
আজীবন হোক;
চোখ মেলে তবে ভালো দিকগুলো
দেখো মানুষের।
দৃষ্টি ফিরিয়ে নিও যদি পাও
কখনোবা খোঁজ কোনো মন্দের।
ছিপছিপে দেহ কোমরের বাঁক,
পুরুষের চোখে ঘোর, বিস্ময়ে তাকাবে অবাক;
চাও যদি তুমি এমন অঙ্গ হে প্রিয় ললনা;
ক্ষুধার্ত পেলে কখনো বলো না
দূর দূর তুমি, বরং নিজের থালার খাবার
হয় যেন তার দিনের আহার।
ঘন মসৃণ রেশমি কোমল চাও যদি চুল
ছোটো শিশুদের প্রত্যহ দাও বুলাতে আঙুল।
যদি হতে চাও সমাজের কাছে সভ্য-কুলীন
আহরণ করো জ্ঞান প্রতিদিন,
জীবনের কোনো রাস্তার বাঁকে হবে না একাকী
স্বপ্নের পথ থাকবে না আর খুব বেশি বাকি।
অনুভব করো উষ্ণ হৃদয় রোজ মানুষের
জাত-পাত ভুলে বুকে তুলে নাও,
স্বাদ নাও প্রতি আলিঙ্গনের।
উজ্জ্বল দ্যুতি চমকাবে দেহে,
মানুষের প্রেম, ভালোবাসা, স্নেহে।
বড় হতে হতে গজাবে তোমার লম্বা দু`হাত
একটিকে নাও নিজের জন্যে, প্রতিহত করো ঘাত-সংঘাত,
প্রসারিত করো অন্যটি তুমি দুর্বল যত মানুষের প্রতি
পেলব দু`হাত চমকাবে রূপে পাবে সঙ্গতি।
স্বচ্ছ দৃষ্টি করো নিশ্চিত, কে তোমাকে রোখে
সুন্দর নারী আরও সুন্দর হয়ে ওঠে চোখে
চোখ মানুষের প্রধান দরোজা হৃদয়ে ঢোকার
দৃষ্টিতে পাপ লেগে থাকে শুধু হদ্দ বোকার।
সুন্দর নারী হয় না কখনো টোল পড়া গালে থাকে যদি তিল,
নারী সুন্দর তখনই তো হয় পৃথিবী যখন দেখে তার এক প্রেমময় দিল।