
স্বাধীনতা পুরস্কার প্রত্যাখান করলেন বদরুদ্দীন উমর
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ০৬, ২০২৫
রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারের জন্য এ বছর ৮ জনকে মনোনীত করা হয়েছে। যার মধ্যে ইতিহাসবিদ ও ভাষা আন্দোলনের ইতিহাস রচনার পথিকৃৎ লেখক বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরের নামও আছে। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই এই পুরস্কার প্রত্যাখ্যান করলেন তিনি।
আজ বৃহস্পতিবার বিবৃতিতে তিনি একথা জানান। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদান ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কারের জন্য বদরুদ্দীনসহ ৮ জনের নাম প্রকাশ করা হয়।
বদরুদ্দীন উমর বিবৃতিতে বলেন, “১৯৭৩ সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরষ্কার দেয়া হয়েছে। আমি সেগুলোর কোনোটি গ্রহণ করিনি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেয়ার ঘোষণা করেছেন। এজন্য তাদেরকে ধন্যবাদ।”
তিনি আরও বলেন, “তাদের দেয়া এই পুরস্কারও গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেস বিবৃতির মাধ্যমে আমি এটা জানিয়ে দিচ্ছি।”