অলঙ্করণ: রিফাত বিন সালাম

অলঙ্করণ: রিফাত বিন সালাম

স্বরাষ্ট্রমন্ত্রীর ঠাট্টা!

রিফাত বিন সালাম

প্রকাশিত : জুলাই ১৮, ২০১৮

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মঙ্গলবার সকালে মিট দ্য রিপোর্টার্স` এ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, "কোনো গুম হচ্ছে না। প্রেমে ও ব্যবসায় ব্যর্থ হয়ে নানা জন নানা দিকে চলে যাচ্ছে। আমরা তাদের এনে হাজির করছি। কেউ গুম হচ্ছে না।"

স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পরেই সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। দেশে গুম ও  বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দিন দিন বাড়ছে, এটা সত্য। একাধিক মানবাধিকার সংস্থা এ বিষয়ে একাধিক প্রতিবেদনও প্রকাশ করেছে। অথচ সরকারের পক্ষে থেকে বারবার বলা হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক!

২০১৭ সালে সংবাদমাধ্যম ডয়েচে ভ্যালে এক প্রতিবেদনে জানিয়েছে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর, বাংলাদেশে ১৩০০ এরও বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ৩২৫টি গুমের ঘটনা ঘটেছে। সম্প্রতি ডয়েচে ভ্যালে আরেক প্রতিবেদনে জানিয়েছে, মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে প্রায় দুই মাস।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসেবে, মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে এপর্যন্ত `বন্দুকযুদ্ধে` ১৮৮ জন নিহত হয়েছে। এর মধ্যে প্রথম একমাসেই নিহত হয়েছেন ১৫০ জন। এদিকে মাদকবিরোধী অভিযানের নামে অনেক নিরীহ মানুষও নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলিতে।

কক্সবাজারের ওয়ার্ড কাউন্সিলর `একরামুল` এর নিহত হওয়ার ঘটনা তার একটা বড় উদাহরণ। কিন্তু সাধারণভাবে কোনো পরিবারের মামলা করার সুযোগও নেই। কারণ প্রতিটি ঘটনায়ই আইন-শৃঙ্খলা বাহিনী বাদী হয়ে মামলা করেছে। এমন একটা পরিস্থিতিতে দেশের নিরাপত্তা বাহিনী লাগামছাড়া ঘোড়ার মতো ছুটছে। ফলে দিন দিন নাগরিক নিরাপত্তা চলানিতে ঠেকেছে।