সুস্ময় সুমন

সুস্ময় সুমন

সুস্ময় সুমনের দুটি আধিভৌতিক উপন্যাস

প্রকাশিত : জানুয়ারি ১১, ২০২২

বিরর ছাড়াও মেহনাজের জীবনে আর একজন আছে
আধিভৌতিক কাহিনি
প্রকাশক গ্রন্থরাজ্য
এ কাহিনি মেহনাজের, এ কাহিনি বিবরের।
কিংবা এটাকে আপনি পিহু ও তার আদরের বিড়াল তুলতুলের কাহিনিও বলতে পারেন, যে অবলা প্রাণীটাকে কে বা কারা যেন মেরে ফেলেছে, পৈশাচিকভাবে। পেট চিরে বের করে এনেছে নাড়িভুঁড়ি, শরীর থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে মাথাটা...

এ কাহিনি তীব্র দুর্গন্ধের...মাংসপচার...
এ কাহিনি সিনথিয়া নামের এক জুনিয়র আর্টিস্টের, যার উচ্ছৃঙ্খল জীবনের ভার আর নিতে পারছিল না তার প্রেমিক... কিংবা এ কাহিনি ফ্ল্যাট নাইন বি`র বৃদ্ধ শফিউল্লার। নাকি এ কাহিনিকে আপনি ফাহিম নামের এক তরুণের প্রতিহিংসার গল্প বলবেন, যে কিনা তার বিশ্বাসঘাতিনী প্রেমিকাকে পুড়িয়ে মারতে চেয়েছিল?

প্রিয় পাঠক, এ কাহিনি কার কিংবা কেমন, তা আপনি নিজেই বিবেচনা করবেন। আধিভৌতিক আবহে রচিত সুস্ময় সুমনের এ উপন্যাস আপনাকে শিউরে ওঠাবে ক্ষণে ক্ষণে, কখনো-বা আপনি হতভম্ব হয়ে ভাববেন, আরে, আমার মেরুদণ্ড বেয়ে এমন বরফজল নেমে যাচ্ছে কেন?

অমানুষ
সাইকোলজিক্যাল থ্রিলার
অবসর প্রকাশনা
ছোট্ট মেয়ে তুপা। পালিয়েছে বাসা থেকে। কারণ বাবা-মাকে একত্র করতে চায় সে। তার বাবা প্রতিরাতে মদ খেয়ে এসে মাকে পিটায়, চিৎকার করে বাসা মাথায় তোলে। এমনকী জনপ্রিয় একটা উপন্যাস লিখতে না-পারার আক্রোশে নিজের সন্তানকে খুন পর্যন্ত করতে উদ্যত হয় আশফাক চৌধুরি, মেরে ফেলতে চায় তুপা আর ওর মাকে। যদিও শেষপর্যন্ত কিছুই করতে পারে না লোকটা, তাই হতাশাগ্রস্থ আশফাক সিদ্ধান্ত নেয় ডিভোর্সের... ওরা কেউ একবারের জন্যেও তুপার কথা চিন্তা করে না...

অন্যদিকে মায়ের নির্দেশে প্রেমিক অশ্রুর সঙ্গে ভালোবাসার সর্ম্পক ছিন্ন করছে নাজিবা, অশ্রু তাকে কোনোভাবেই বোঝাতে পারছে না নাজিবা ছাড়া অশ্রুর জীবন কতটা অর্থহীন, শূন্য। আপাতনিষ্ঠুর নাজিবা নিজের সিদ্ধান্তে অটল... ব্রেকআপ মানে ব্রেকআপ, এরপর আর কোনো কথা চলবে না...

পুলিশ অফিসার মাঈনুল হাসান ‘তুপা উধাও রহস্যে’র তদন্ত করতে গিয়ে অবাক হয়ে লক্ষ্য করছে, বাসা থেকে বেরিয়ে যেন বেমালুম বাতাসে মিলিয়ে গেছে বাচ্চাটা, দুনিয়ার কোথাও ওর টিকিটির সন্ধান মিলছে না...

আতঙ্কের করালগ্রাসে বন্দি তুপা চোখ পিটপিট করে দেখছে, ক্রমেই গিরগিটির মতো হামাগুঁড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে ছায়াটা, ওটার হাতেধরা চকচকে একটা ব্লেড। খলখল করে হেসে উঠল মানুষরূপি পিশাচটা... নাকি ‘অমানুষ’ বলবে ওটাকে সে?

প্রিয় পাঠক, সুস্ময় সুমনের কলমে আরও একবার ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার, যা আপনাকে নিয়ে যাবে মানবমনের সেই গহীন রোমহর্ষক কুঠুরিতে, যেটা পড়তে গিয়ে বারবার আপনি শিউরে উঠে ভাববেন, হে মানুষ, তুমি মানুষ হবে কবে? মানুষ হবে কবে?

একুশে বইমেলা ২০১৮