সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে পেটালো ভারতীয়রা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ০৪, ২০২৪
ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্ত কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশি মোহাম্মদ ইয়াসিনকে (২০) আটকের পর নির্যাতন করেছে ভারতীয়রা। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে পৌর এলাকার বিলোনিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানিয়েছে, পরে ইয়াসিনকে তারা ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে। ইয়াসিন এখন ভারতের শান্তিনগর সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াসিন পৌর এলাকার বাউরখুমা গ্রামের মিজান মিয়ার ছেলে। ভোর ৫টার দিকে বিলোনীয়া স্থলবন্দর সীমান্তবর্তী এলাকা বাউরপাথর মাজার বাড়ির ইয়াসিন নো ম্যানস ল্যান্ড সংলগ্ন জমিতে কৃষি কাজে যান। এ সময় কয়েকজন ভারতীয় লোক সীমান্ত থেকে ইয়াসিনকে ধরে তাদের দেশের অভ্যন্তরে নিয়ে যান।
সেখানে তাকে ব্যাপক মারধর করে মাটিতে ফেলে রাখেন। তারপর ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। বাউরপাথর মাজার বাড়ির স্থানীয়রা এসব ছবি দেখে ইয়াসিনের স্বজনদের জানান। বিষয়টি সাধারণ জনগণ জানতে পেরে ক্ষোভ প্রদর্শন করে। এছাড়া স্থানীয়দের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়ে।
ইয়াসিনের মা মায়া বেগম বলেন, “ইয়াসিন সাধারণ কৃষক। ভারতীয়রা তাকে নিয়ে গিয়ে অত্যাচার করেছে। সে ছবি আমি মোবাইলে দেখেছি। ইয়াসিনকে ফেরত আনতে আমি বিজিবিসহ সংশ্লিস্ট সকলের সহযোগিতা প্রার্থনা করছি।”
ইয়াসিনের স্ত্রী রেহানা আক্তার বলেন, “আঁর স্বামীরে অন্যায়ভাবে তুলি লই গেসে। হ্যাতে দুই হোলাহাইনের বাপ। আঁই সরকারের কাছে আর্জি জানাই আঁর হ্যাতারে যেন ফিরাই লই আইয়ে।”
বিজিবি ৪ ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক নুরুল ইসলাম বলেন, “বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। প্রকৃত ঘটনা জানার পরে এ বিষয়ে বলা হবে এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হবে।”
ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার সময় ইয়াসিনকে ভারতীয় নাগরিকরা আটক করে। ইয়াসিন পৌর এলাকার বাউরখুমা গ্রামের মিজানের ছেলে। তাকে ভারতীয়রা আটকের পর সে দেশের পুলিশের কাছে হস্তান্তর করে। ইয়াছিন এখন ভারতীয় পুলিশ হেফাজতে আছেন।”