
সিআইডি প্রধানের দায়িত্বে গাজী জসীম উদ্দিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ১৭, ২০২৫
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি গাজী জসীম উদ্দিন। আজ সোমবার ফেসবুকে সিআইডির পেজ থেকে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়।
সিআইডি জানায়, রোববার গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়।
এ অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এ দায়িত্ব পালন করবেন।