সার্ভিস রুলস জানুন, নিরাপদে থাকুন

আহমদ মঞ্জুরুদ্দৌলা

প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০১৭

বেসরকারি কম্পানিতে যারা চাকরি করে, তাদের জন্য সংশ্লিষ্ট কম্পানির সার্ভিস রুলস অত্যন্ত জরুরি। কারণ, এই সার্ভিস রুলস দ্বারাই সেই কম্পানি নিয়োগ থেকে শুরু করে অবসর পর্যন্ত সমস্ত কার্যাবলি পরিচালনা করে থাকে। রাষ্ট্রের একজন নাগরিকের জন্য সংবিধান জানাটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি কোনও কম্পানির চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ সার্ভিস রুলস জানা। রাষ্ট্রের কোনও নাগরিক যেমন কখনও বলতে পারবে না, আইন না জানায় তার ভুল হয়েছে, তেমনি পাশ হয়ে যাওয়ার পর কোনও প্রাইভেট চাকরিজীবীও বলতে পারবে না, সার্ভিস রুলস না পড়ায়/জানায় তার ভুল হয়েছে।
তাই সময় নিয়ে পড়ুন নিজ নিজ কম্পানির সার্ভিস রুলস, যা সরকারের মহা-পরিদর্শক, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত। আর যদি তা অনুমোদনের অপেক্ষায় থাকে তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনও আপত্তি থাকলে বিষয়টি বিবেচনায় নেয়ার জন্যে সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানান।
ভালোভাবে পড়ুন এবং লক্ষ্য করুন, কারণ তাতে বলা থাকতে পারে আপনার যে মোবাইল ফোন সেটটি আপনি শখ করে অনেক দাম দিয়ে কিনেছেন, তা আসলে আপনার ব্যক্তিগত ব্যবহার্য দ্রব্য নয়। এবং তাতে রক্ষিত আপনার ব্যক্তিগত তথ্যও ব্যক্তিগত না-ও হতে পারে। হতে পারে তা কম্পানির জন্য।
এ ধরনের বিধি বাংলাদেশে প্রচলিত ব্যক্তিগত গোপনীয়তা আইন ও সংবিধানের সাথে সাংঘর্ষিক কীনা, তা এ সম্পর্কিত আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জেনে নেয়া ভালো। আমাদের চাকরির বাজারের যে অবস্থা, এখানে নিজের সাবধান নিজেই থাকতে হবে।
এরকম আরও নির্দেশনা থাকতে পারে আপনার কম্পানির অনুমোদিত সার্ভিস রুলসে, যা আপনার স্বার্থেই আপনার জানা প্রয়োজন। জেনারেল এমপ্লয়ীজ ইউনিয়ন, গ্রামীণফোন (জিইইউজিপি) তার নিজ সদস্য ছাড়াও সমগ্র দেশের বেসরকারি চাকরিজীবীদের এ বিষয়ে সচেতন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাতে চাকরিজীবীরা তাদের নিজ নিজ সার্ভিস রুলস মেনে সুষ্ঠু কর্ম-পরিবেশ বজায় রাখতে পারে, এবং অহেতুক বিব্রতকর অবস্থায় না পড়ে। সময়োপযোগী পরামর্শ দিয়ে তাদের জন্য কাজ করে যাওয়া নেরতৃবৃন্দকে নিজের প্রয়োজনেই আপনিও সহায়তা করতে পারেন।
আশা করব, সরকারি কর্মকর্তারা এ সংশ্লিষ্ট তাদের জন্য প্রযোজ্য বিধিমালা দেখে নেবেন।

লেখক: আহবায়ক, জেনারেল এমপ্লয়ীজ ইউনিয়ন, গ্রামীণফোন (জিইইউজিপি)