সাবেক মন্ত্রী পলকের ১২ দিনের রিমান্ড মঞ্জুর

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৫

নারায়ণগঞ্জের ৩টি হত্যা মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে সিদ্ধিরগঞ্জ ও সদর থানার ৩টি হত্যা মামলায় পলকের বিরুদ্ধে ১৯ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানী শেষে আদালত প্রতিটি মামলায় ৪ দিন করে মোট ১২ দিন রিমান্ড মঞ্জুর করেন।

আজ মঙ্গলবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যজিষ্ট্রেটের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ বারের সাবেক সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন বলেন, “সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং সদর থানার ৩টি মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে হাজির করা হয়।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ সদর থানার সাতজন হত্যা মামলায় ৫ দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা মামলায় ৭ দিন করে ১৪ দিনসহ সব মিলিয়ে ১৯ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিজ্ঞ আদালত প্রতিটি মামলায় ৪ দিন করে মোট ১২ দিন রিমান্ড মঞ্জুর করেন।”

অ্যাড. সাখাওয়াত হোসেন বলেন, “৩টি মামলার দুটিতে তিনি ৫ নাম্বার আসামি ও একটি মামলায় ৪ নাম্বার আসামি। ৩টি মামলার মধ্যেই তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে।”

মামলাগুলোর এজাহারে সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে, সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমানসহ অন্যরা ঢাকায় মিটিং করে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদের হুকুম দেন নিরীহ ছাত্র জনতার ওপর গুলি করতে।

তার প্রেক্ষিতে নারায়ণগঞ্জে শামীম ওসমান, সেলিম ওসমানের নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনী বিভিন্ন স্থানে ছাত্র জনতার ওপর গুলি করে। সেখানে নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় আমার সামনে সাজনকে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান গুলি করে। যা তার বুকের ভেতর বিদ্ধ হয়।

অপর দুটি মামলায় সিদ্ধিরগঞ্জে ১৯ জুলাই মাদানীনগর এলাকায় একজন হাফেজ ও আরেক ব্যক্তি গোলাগুলিতে নিহত হয়। সেখানেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে নিরীহ ছাত্র জনতার ওপর।