সানোয়ার রাসেলের দুটো কবিতা

প্রকাশিত : মে ১৬, ২০২১

আমি মুসলিম বলে...

তুমি কি এখনও বোঝো নাই এই
দুনিয়ার ভাবভঙ্গি?
একই কথা বলে তুমি প্রাগ্রসর
আমি?
শুধু মুসলিম বলে জঙ্গি।

তুমি পুজো দাও মন্দিরে
ভজো প্যাগোডায়, যাও চার্চে
আমি যদি দিই কুরবানি, বলো,
`দেখো, জঙ্গিরা বাড়ছে!’

তুমি মুসলিম নও বলে
পরো পোশাক যেমন ইচ্ছে
আমার বোনের বোরখাকে বলো  
`জঙ্গির সাজ হচ্ছে!`

আমাকে মারছো ইরাকে ও চীনে
আমাকে মারছো শামে
আমাকে করছো গৃহহারা তুমি
প্রাণের ফিলিস্তিনে
সেই আমি যদি মুজাহিদ হই
আফগানে প্রতিবাদে
সারা পশ্চিম একই সুরে সুরে
সন্ত্রাসী গান বাঁধে

আমি মুসলিম, আমার জন্য
নেই কোনো মানবতা
খুনি ইউরোপ, মার্কিন ডাকু
খোলে ছবকের খাতা
লাখো আদিবাসী সাফ করে করে
সাদা হলো ওশেনিয়া
তাদের জঙ্গি বলে নাই কেউ
কাঁদে নাই কারও হিয়া

অথচ আমি হামাস হলে
আজ কুদসের জন্য
আমি নাকি হই ভীষণ জঙ্গি
আমি মুসলিম বন্য

হা হা হা, আমি যে জেনে গেছি আজ
দুনিয়ার ভাবভঙ্গি
তুমি অন্তরে নরক পুষছো
আমি?
শুধু মুসলিম বলে জঙ্গি!

ফিলিস্তিন

হঠাৎ যদি চোখ মেলে দ্যাখো
তোমার বাড়ি হাতছাড়া
তোমার শোয়ার ঘরেতে আগুন
তোমার উঠোনে ওরা কারা
তোমার সীমানা জবরদখল
নিজের ভূমিতে নিজে পরাধীন...
বুঝে নিও তুমি আর কেউ নও
তুমিই আমার ফিলিস্তিন
ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন
নিজের রক্তে নিজেই সাঁতার
নিজের রক্তে নিজে রঙিন

ওই রক্তজবার লাশের পরে
দ্যাখো যদি রাঙা প্রতিরোধ
যদি পারমাণবিক মেঘ সরিয়ে
ফের হাসে ওই সোনা রোদ
যদি ইট-পাথরের আঘাতের ভয়ে
হানাদার থাবা হয় বিলীন...
তবে বুঝে নিও তুমি সামনে দেখছো
চির দুর্দম ফিলিস্তিন
ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন
নিজের রক্তে বারবার জাগে
শেষ হলে ইসরাফিল-বীন

যারা আকসার প্রেমে জীবন লুটায়
হায়দরি হাঁক হাঁকিয়ে
যারা পান করে শাহদাতের সুধা
হকের আসন জাঁকিয়ে
যারা দাউদের মতো সিনা টান করে
জালুতের দিকে চেয়ে রয়
মজলুমেরা আশায় বাঁচে
জায়নবাদীরা পায় ভয়
যারা আল্লাহর নামে নামে সংগ্রামে
নিয়ে পর্বতসম এক্বিন...
তারা আর কেউ নয়, আমাদেরই ভাই
আমাদের আশা ফিলিস্তিন
ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন
নিজের রক্তে রাঙা হয়ে তারা
আনবে আবার নতুন দিন