সাদপন্থী নেতা শফিউল্লাহ গ্রেপ্তার
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ০৫, ২০২৫
টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনায় নিজাম উদ্দিন বিশ্ব মারকাযের (সাদপন্থী) শীর্ষ নেতা মাওলানা শফিউল্লাহকে (৪৬) গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তিনি টঙ্গী পশ্চিম থানায় জোবায়েরপন্থীদের দায়ের করা হত্যা মামলার ৯ নং আসামি।
এর আগে একই মামলায় সাদপন্থীদের অন্যতম শীর্ষ নেতা মূয়াজ বিন নুর ও জিয়া বিন কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। তাবলিগ জামাত বাংলাদেশ শূরায়ী নেজামের (জোবায়েরপন্থী) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শনিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার একটি দল ও শরীয়তপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে শরীয়তপুরের স্টেডিয়াম রোড এলাকা থেকে শফিউল্লাহকে গ্রেপ্তার করে।
তিনি শরীয়তপুর জেলার নড়ীয়া থানার ডগরী গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। এছাড়া তিনি রাজধানীর মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থীদের অন্যতম শীর্ষ নেতা।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, “মাওলানা জোবায়েরপন্থীদের দায়ের করা হত্যা মামলায় সাদপন্থীদের অন্যতম নেতা শফিউল্লাহকে টঙ্গী পশ্চিম থানা পুলিশ শরীয়তপুর থেকে গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা হেফাজতে নিয়ে এসেছে।”