
সাদ রহমান
সাদ রহমানের কবিতা ‘ধীরস্থির রাত্র সম্পাদন’
প্রকাশিত : ফেব্রুয়ারি ২২, ২০২৫
অর্থের প্রকারভেদ রয়েছে
মমতায়, আমি সেই অর্থের সন্ধান করিতেছি
মোটরযানের মতোন এইভাবে চলিতেছি
আলো ও অন্ধকার
আর অদৃশ্য এইসব
তুচ্ছ
নাগরিক সন্ধ্যা, দুপুর ও কাল অতিক্রম করে
অর্থভেদে;
জীবনের ইচ্ছায়।
জীবনের ভিতরে রয়েছে বহুস্তর;
প্রণয় ও কলহ, সন্তাপ, ও এইসব সারকথা
তাই আলোর স্থলাভিষিক্ত এই ছায়া
বৃক্ষের অতলে এই নবীন কাঠ
বাতাসের নবীনতা এই শিশু
করছে কল্পনা
সুন্দর!
সাজানো রয়েছে খাদ্য
খাদ্যের ভিতরে রয়েছে হলুদ কণা
অগণিত
শাক ও পাখির পালক
ধূসর মাছের শাল ও তাদের গন্ধ
সুনীল সমুদ্রের মতো
যেন সুনীল, অনন্ত, অক্ষয়
এইসব সরঞ্জাম, বস্তু এবং রঙ, আর কল্পনা
রয়েছে শিশুর মস্তিষ্কের ভিতরে
তাই শিশু
রয়েছে বনের গাছে
পাতায় পাতায়
অভিনয়, আর সুপ্ত গ্রীষ্মতাপ
তাদের অগণিকায়
বিচরণের ইচ্ছায়;
আগন্তুকের সাথে ঘটব্য
সন্ধ্যার হাসিতে
ব্যথাময় অভিসার
আর
যেকোনো নতুন মানুষের সাক্ষাতের সংকল্পে
বয়স হচ্ছে শিশুর
তার কথা ও হাসির শব্দ ক্রমে উপস্থিত হচ্ছে
কাঠের টেবিলে
সহাস্য, রহস্য, এই দিনাতিপাত, এই জীবন
উপস্থিত হচ্ছে
শিশুর টেবিলে
নব-নব মনুষ্যের বিচরণ
বাজারের ব্যাগ হাতে
মোটরযানের শব্দে
চাক্কার ঘুর্ণায়ণের
অবিরল
অলস, এই ঘূর্ণাবর্তে
অর্থের সঠিক প্রকারভেদে;
যেন এই সঠিক ছবিটি
শিশুর মনের কাছে
সঠিক ছবির মতোন আবেদন নিয়ে দাঁড়াবে
অহেতুক শিশুর কান্না
তখন বন্ধ হয়েছে
এই মোটরযান, দিগ্বিদিক, জ্ঞানশূন্য
এই পাথর ও পাহাড়গুচ্ছ
সন্ধ্যার মুহূর্তে
সকলেই এখন শীতল
আকাশের চাইতেও বিশাল
এই নিশাপতি
রজনীশ ও রোমশ
রোমাঞ্চ
জাগ্রত হয়েছে
জেগে রবে তারা
শিশুর মনে আজ উদয় হয়েছে রাতের
ধীরস্থির
সব মুহূর্তের