সাজ্জাদ বিপ্লব
সাজ্জাদ বিপ্লবের কবিতা ‘ভারতবর্ষ’
প্রকাশিত : ডিসেম্বর ০১, ২০২৪
শ্রীজাত, আপনাকে
তুমি লিখলে পতাকার কথা। তুমি তুললে— দেশ।
তুমি বললে ঋণেরও কথা। তুমি ভুললে— দ্বেষ।
আমরা ভুলিনি পানির হিস্যা। ফেলানী হত্যাও ভুলিনি।
খুনিকে তুমি আশ্রয় দিয়েছো। সেটিও আমরা তুলিনি।
তুমি তো ছিলেই `বাঙালি`। `মানুষ` হওনি কখনো।
কখনো তুমি বোঝোনি, তোমার ভাই-প্রতিবেশীকে।
কখনো তুমি বন্ধু খোঁজনি। বোঝোনি, ক্ষতি বেশি কে?
তুমিই নাকি ভারতবর্ষ! তুমি নাকি সেরা!
তাহলে তোমার চারপাশ কেন এত— শত্রু দিয়ে ঘেরা?
আমরা ছিলাম স্বাধীন। স্বাধীন আছি। আজীবন স্বাধীন থাকবো।
পারবে না, কোনো ক্ষতি করতে। আমাদের স্বপ্ন— আমরাই আঁকবো।
১১.৩০.২৪
আটলান্টা, জর্জিয়া