সাঈফ ইবনে রফিক
সাঈফ ইবনে রফিকের ৪ কবিতা
প্রকাশিত : এপ্রিল ০৬, ২০২২
উন্নয়ন
উন্নয়নের আকাশসীমায়
স্মৃতির নাটাই থেকে ছিঁড়ে গেছে ঘুড়ি!
আকাশেই ঘর
আকাশেই নাচানাচি।
হতভাগা আমি
গুলি খেয়ে বাঁচি।
পাখিজন্ম
আকাশ উল্টে গেলে
পাখিরা পালায়।
উড়ে বেড়ায় খেঁকশিয়াল
সাথে কিছু বন্য শুকর
আর বাঘ সেজে বসে থাকা
হাইব্রিড বিড়াল।
আমি তখন মধ্যকর্ষণকে ডাকি
পৃথিবীর মায়া, ভূপৃষ্ঠের টান।
তেলাপোকা উড়ে এসে বলে,
পাখিজন্মে আমারও ডানা ছিল
তোমার কল্পনার সমান বড়!
কে ভালো
যখন রাইসু বললো, শেন ওয়ার্ন কে?
পাবলিক ঘেউ ঘেউ করলো।
যখন পাবলিক বললো, আমির হামজা কে?
রাইসু তখন ঘেউ ঘেউ করলো না।
কে ভালো?
রাইসু নাকি পাবলিক?
এখন
এখন দু’চোখ বন্ধ করার সময়
এখন দু’কান বন্ধ করার সময়
এখন দু’ঠোঁট বন্ধ করার সময়
এখন দশ আঙুল বন্ধ করার সময়