সাঈফ ইবনে রফিক

সাঈফ ইবনে রফিক

সাঈফ ইবনে রফিকের ৩ কবিতা

প্রকাশিত : মার্চ ১০, ২০২৫

ধর্ষণ মুখরিত গ্রাম

মাথার তার ছিঁড়ে গেলে
ওয়াইফাই হয়ে যাই!

ধর্ষণ মুখরিত গ্রামে
যখন ইন্ডিয়ান সিরিয়ালে ঘুমিয়ে আছে লোকালয়;
বাগানে উঠানে হাইব্রিড শস্যক্ষেত্রে
পাস্তুরিত মনকে তুমি বলছো, অর্গানিক।

হরলিক্স কঠিন অধ্যাবসায় আর
ক্যালোরি ভাঙা পরিশ্রমে যতটা ডায়েট;
তারও চেয়ে বেশি ঘামে বায়োনিক ভ্রম;
স্কয়ার ফিটে আটকে যাওয়া বিশ্ববিদ্যালয়
করণিক ঘণ্টা পেটায়!

তুমি একা ফেসবুকিংয়ে জাংক ফুডশপ

আমি ফটোশপ ভেবে সব উড়িয়ে দেই
শিরা-উপশিরা ছিঁড়ে গেলে
মানবদেহও ওয়াইফাই হয়ে যায়!

প্রিজম

প্রিজমেই ভাঙো রঙ।

বেনীআসহকলায়
সীমানা ডিঙায় কড়ারোদ, ছত্রছায়ায়
তোমার বেড়ে ওঠা; কাঠের পেন্সিল।

রঙঅন্ধ হলে হোক রবীন্দ্রনাথ
যতই খোলা থাক অন্ধ হোমারের তৃতীয় চোখ।
আমি নখ আর নেইলপলিশের কথা বলি,
কপালের টিপ ডান-বাম ভুলে যায়।

প্রিজমেই ভাঙো রঙ, সাতরঙ।
বিভাজনে সত্যটা ধরা পড়ুক
বেনীআসহকলায়।

প্রেম

জাহান্নামকে বলো,
নির্ভয়ে আমার দিকে তাকিয়ে থাকতে।
যাতে প্রেম জ্বালিয়ে রাখার আগুনে
ঘাটতি না হয়!
জানো তো, উত্তাপ না থাকলে
প্রেম সিদ্ধ হয় না।