সাঈফ ইবনে রফিক
সাঈফ ইবনে রফিকের দুটি কবিতা
প্রকাশিত : মার্চ ২০, ২০২১
জাহান্নামকে বলো
জাহান্নামকে বলো,
নির্ভয়ে আমার দিকে তাকিয়ে থাকতে।
যাতে প্রেম জ্বালিয়ে রাখার আগুনে
ঘাটতি না হয়!
জানো তো, উত্তাপ না থাকলে
প্রেম সিদ্ধ হয় না।
কুমির শাহ
কুমির জানতো,
টিকটিকি লেগেছে পেছনে—
এরপরও,
সে যে ডায়নোসরের জাত!
আদিম, প্রকৃত এবং
জলে-ডাঙায় সমান শ্বাসে।
অথচ বিরূপ সময়ে
যাদের আস্থায় নিয়ে
মুশকিল আছানের ডাক দিয়েছেন
কুমির শাহ,
তারা সব জেগে জেগে ঘুমায়।