সাঈফ ইবনে রফিক
সাঈফ ইবনে রফিকের কবিতা ‘রাজ্য বিক্রি হয়ে গেছে’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ০৪, ২০২৪
রাজকোষ চেটে চেটে ঘুমিয়ে পড়েছিলেন
একেক জন রিপ ভ্যান উইঙ্কল!
দীর্ঘ ঘুম ভেঙে
সেই বুদ্ধিজীবীগণ দেখলেন—
রাজ্য বিক্রি হয়ে গেছে
খুব সস্তায়, গণমানুষের দামে।
নিজেদের আসহাবে কাহাফ দাবি করা
সেই বুদ্ধিজীবীগণ এবার—
৩ শতক পুরোনো ধাতব পয়সা
ছুড়ে দিলেন ক্যাসিনো চাকায়!
বললেন, `এই নাও প্রমাণ দিলাম,
আমরাই চিনি সত্যপথ— সঠিক ঠিকানা।`
তাসের ঘর গুড়িয়ে দেয়া
অট্টহাসিতে জুয়ারি সাঈফ বললেন—
`কাহাফের বহরের সেই কুকুরটা
তোমাদের সাথে নেই কেন জানো?
কারণ তোমরা নিজেরাই
রাজার একেকটা পোষা কুকুর ছিলে!`