সরকারি টেন্ডারের শতভাগ সম্পাদিত হবে অনলাইনে

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২০, ২০২৫

সরকারি টেন্ডারের শতভাগ অনলাইনে সম্পাদিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে সরকারি টেন্ডারের শতকরা ৬৫ ভাগ কাজ অনলাইনে হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমমদ ও ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।