সরকার আজিজ
সরকার আজিজের ৩ কবিতা
প্রকাশিত : মার্চ ০৮, ২০২২
এক-টাকার জিনিসগুলি
দিয়াশলাই
কামনায় পাগলামি আছে
আমার লজ্জা নেই, ফিরে আসি
দিয়াশলাই এক অশ্রু অঝোর
সুঁই
বিন্দুর গরিমায় পারফর্ম থাকে
সুঁই আসলে বাসনার মাতাম
আয়নায় যেরকম নিজেকে দেখায়
লজেন্স
সঙ্গম শেষ হলে সঙ্গ থেকে যায়
ছয় যোগ তিন মিলে যেমন নয়
রসালো সঙ্গমই মৃত্যুর মূলে থাকে
বোতাম
শরীর এক গলিপথ, টুকরো টুকরো
বয়সের ফেরে শিশুকাল ভাঙার মতো
বোতাম আসলে সাদা-জামার কল্লোল
মেরুরজ্জুকলা
উদয় ও অস্তের রং আলাদা
এর হেতু দূরত্বের ভিন্নতা।
উদয়ে জেগে থাকা আছে
অস্তের রং যাই হোক
তার হাড়মাংসে অন্তঃরাগ মিশে থাকবেই—
দূরত্বেরও নানা অজুহাত আছে। থাকে।
সাজসজ্জাও কম থাকে না—
যখন উদয়ের প্রতীতী রঙিন হয়
তার অস্তরাগ তখন সকলে ভুলে যায়
জাতি-উদ্দেশে
যদি স্থিতিতে থাকি
জঠরে যুদ্ধ বাঁধে
যদি বলি প্রধান
কাম। কাম জাগে
বল্লাম অমৃত
জঙ্গি জঙ্গি লাগে
ফারাক্কা ফারাক্কা
রে! জয় বাংলা...
গড়াতে দাও
দৌড় দৌড়
ব্রহ্মপুত্রে যাও
কাতু-পুতুপুতু
পড়, বড় হচ্ছি
ওয়াও! বাঙালি
ধর গান। গান
বাহ্! কী জাহান্নাম