সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের আজ জন্মদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ২৭, ২০২৪
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের আজ জন্মদিন। ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে তার জন্ম। বাবা সৈয়দ সিদ্দিক হুসাইন ছিলেন হোমিওপ্যাথিক চিকিৎসক। মা হালিমা খাতুন ছিলেন গৃহিণী।
সাহিত্যের সব ক্ষেত্রে সদর্প বিচরণকারী সৈয়দ হক বেঁচেছিলেন ৮১ বছর। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বরতিনি মারা যান। এ দীর্ঘ সময়ে দু’হাত ভরে কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গান লিখে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।
তিনি তার লেখনীর মাধ্যমে আমৃত্যু মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। তার কবিতা, গল্প, উপন্যাসে বারবার উঠে এসেছে বাংলা ভাষা ও মুক্তিযুদ্ধ।
ষাট, সত্তর ও আশির দশকে অনেক চলচ্চিত্রের চিত্রনাট্যের পাশাপাশি চলচ্চিত্রের জন্য গান লিখেছেন সৈয়দ শামসুল হক। বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন সব্যসাচী এ লেখক।
১৯৫৪ সালে প্রথম গল্পগ্রন্থ ‘তাস’ প্রকাশের মধ্য দিয়েই বাংলা সাহিত্যাঙ্গনে স্থায়ী আসন গড়েন সৈয়দ হক। ১৯৫৯ সালে প্রকাশ হয় তার প্রথম উপন্যাস ‘এক মহিলার ছবি’ ও ১৯৬১ সালে প্রথম কাব্যগ্রন্থ ‘একদা এক রাজ্যে’।
সৈয়দ হকের ভাষা আর আঙ্গিকের উজ্জ্বল নিরীক্ষার পরিচয় উৎকীর্ণ হয়ে আছে ‘বৈশাখে রচিত পঙ্ক্তিমালা’, ‘পরানের গহীন ভিতর’, ‘খেলারাম খেলে যা’, ‘দ্বিতীয় দিনের কাহিনী’ ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘নূরলদীনের সারাজীবন’ ইত্যাদি গ্রন্থে।
উইলিয়াম শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’সহ বিশ্বসাহিত্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ রচনাও বাংলায় অনুবাদ করেন তিনি।