সবুজ আর সোনালীর মিশ্রণ
রিফাত বিন সালামপ্রকাশিত : নভেম্বর ২১, ২০১৮
শান্তিনিকেতন থেকে কোপাই, সেখান থেকে হাতের বামেই "কমলাকান্ত-পুর"
এ ভূখণ্ডের কৃষ্টি-কালচার এখনো আয়োজন করেই পালন হয় এখানে। হাড়িয়া থেকে বাংলা মদ, যাত্রা থেকে সং/বহুরূপী সব কিছুরই দেখা পাওয়া যাবে। বাংলার গ্রাম গুলো কতোটা মানবিক তার একটা বড় উদাহরণ পেলাম। প্রতিটা বাড়ির মানুষ আন্তরিকতার চূড়ান্তে। আর গ্রামের পরিবেশ দুর্দান্ত। সবুজ আর সোনালীর মিশ্রণ। ঠিক যেমন আদিবাসী আর বাঙ্গালীর মিশ্রণ। তবে বাঙালী কৃষকদের ভূমির পরিমাণ বেশি এখানে। কাচা ঘরের মাঝে মাঝে দুই একটা পাকা বাড়ির দেখাও পাওয়া যাবে।
সবচেয়ে ভালো বিষয় হলো, এই গ্রামে ঘুরতে গেলে দুপুর বা রাতের খাবারের জন্য আপনাকে হোটেল খুঁজতে হবে না৷ ওরাই আপনাকে দাওয়াত দেবে। শুধু সময় আর পরিস্থিতির উপর ভিত্তি করে খাবারের তালিকা পরিবর্তন হবে হয়তো, কিন্তু না খেয়ে ফিরতে হবে না।
শীতকাল, শান্তিনিকেতন`২০