সচিবালয়ে কড়া নিরাপত্তা, ঢুকতে পারছে না গাড়ি
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২৪
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অফিস করছে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। উপদেষ্টা, সচিব ও সংস্থা প্রধান ছাড়া অন্য কারো গাড়ি সচিবালয় ঢুকতে দেওয়া হচ্ছে না।
৭ নম্বর ভবনে আগুন লাগার পর আজ রোববার প্রথম কর্ম দিবসে খুলেছে সচিবালয়। কর্মকর্তা-কর্মচারীদের ঢোকার ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
অতিরিক্ত সচিব থেকে নিচের দিকের কর্মকর্তারা ঢোকার পথে গাড়ি ছেড়ে দিয়ে পরিচয়পত্র দেখিয়ে ভেতরে ঢুকছে। জরুরি দর্শনার্থীদের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আব্দুল গনি রোডে পৃথক বুথ চালু করা হয়েছে।
গণমাধ্যম কর্মীরা আপাতত সচিবালয়ে ঢুকতে পারছে না। তারা গেটের বাইরে অবস্থান করছে। ১ নম্বর গেট দিয়ে ঊর্ধ্বতনরা গাড়ি নিয়ে ঢুকছে। ২ ও ৫ নম্বর গেট দিয়ে বাকিরা পায়ে হেঁটে ঢুকছে।
কেবলমাত্র স্মার্ট কার্ডধারী সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ঢুকতে পারছে। অন্য কোনো ভিজিটর বা সাংবাদিক কারোই যাওয়ার অনুমতি নেই।
পুলিশ জানায়, কেবল সচিব, উপদেষ্টা ও অগ্নিকাণ্ড তদন্তে নিয়োজিত কর্মকর্তা ছাড়া অন্য কোনো কর্মকর্তাকে গাড়ি নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না।