শিশুপ্রহরে কচিকাঁচাদের বাঁধভাঙা উল্লাস .....................................  ছবি: সংগৃহীত

শিশুপ্রহরে কচিকাঁচাদের বাঁধভাঙা উল্লাস ..................................... ছবি: সংগৃহীত

শিশুদের পদচারণায় মুখর শিশুপ্রহর

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৩, ২০২৪

শিশুদের বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো শুরু হলো বইমেলার বিশেষ আয়োজন শিশুপ্রহর। প্রতিবারের মতো এবারও শিশুরা অভিভাবকদের সঙ্গে নিজেদের পছন্দের তালিকা নিয়ে এসে হাজির হয়েছে বইমেলা প্রাঙ্গণে।

শনিবার বেলা ১১টায় মেলার মূল ফটক খুলে দেয়ার কচিকাঁচাদের পদচারণায় মুখর হয় মেলার চারপাশ। ছুটির দিন হওয়ায় সন্তানকে সঙ্গে নিয়ে অভিভাবকরাও ছুটে আসেন মেলা প্রাঙ্গনে।

চার দেয়ালের বন্দি জীবন থেকে বেরিয়ে শিশুরা মাতে আনন্দের সাগরে। এদিন পছন্দের নতুন বই কেনার পাশাপাশি শিশুদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল সিসিমপুরের জমকালো আয়োজন।

তবে দুষ্টুমি আর খেলাধুলার পাশাপাশি নতুন বইয়ের খোঁজ নিতে ভুল করেনি কোমলমতি শিশুরা। সন্তানকে পছন্দের বই কিনে দিতে পেরে আনন্দ প্রকাশ করেন অভিভাবকরাও।