শিল্পকলায় শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত আহমেদ রুবেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৮, ২০২৪

রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শেষ শ্রদ্ধা জানানো হলো অভিনেতা আহমেদ রুবেলকে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শিল্পকলা প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পৌঁছানোর পর মরদেহ নামানো হয়। তারপর ইন্ডাস্ট্রির সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।

এ সময় সহকর্মীরা একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রিয় অভিনেতাকে। অনেককে শ্রদ্ধা জানানোর সময় চোখের কোণে জমে থাকা অশ্রু মুছতে দেখা যায়।

এদিন ঢাকা থিয়েটারের পক্ষে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ১৯৮৭ সালে ঢাকা থিয়েটারে যোগ দেয় আহমেদ রুবেল। তারপর থেকে আমাদের একজন সক্রিয় সদস্য ছিলেন। কিন্তু আজ তাকে বিদায় জানাতে হচ্ছে। আজকের এই শ্রদ্ধা নিবেদন কেবল ঢাকা থিয়েটারের নয়, তাকে বিদায় জানাচ্ছে দেশের সব থিয়েটারকর্মীরা।

শিল্পকলা প্রাঙ্গণে অভিনেতার মরদেহকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিকবিষয়ক উপকমিটি, গ্রাম বাংলা থিয়েটার, অভিনয়শিল্পী সংঘ, সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

আহমেদ রুবেলের মরদেহ দুপুর একটার দিকে গাজীপুরে তার পৈত্রিক বাড়ি নেয়া হবে। উত্তর ছায়াবীথির জোড় পুকুরে বাদ আসর সমাহিত করা হবে ‘বৃক্ষমানব’ খ্যাত এ অভিনেতাকে।

এর আগে বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হঠাৎ মৃত্যু হয় আহমেদ রুবেলের। রাজধানীর বসুন্ধরা শপিংমলের গাড়ি পার্কিংপ্লেসে রেখে লিফটের দিকে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ পড়ে যান তিনি। পরে সেখানে জরুরি চিকিৎসা শেষে বেসরকারি একটি হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান―মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে আহমেদ রুবেলকে।