
শিবগঞ্জ সীমান্তে মিলল ৯৯ ককটেল ও ৪০ পেট্রোল বোমা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : এপ্রিল ২৫, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে সীমান্তের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকা থেকে ককটেল ও পেট্রোল বোমা জব্দ করা হয়।
বিজিবির ধারণা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য এসব ককটেল ও পেট্রোল বোমা আনা হয়েছে।
মহানন্দা ৫৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সীমান্তের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুজন সন্দেহভাজন বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের ক্যারেট ফেলে রেখে পালিয়ে যায়। পরে ক্যারেট থেকে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা জব্দ করা হয়।
বিজিবির ঊর্ধ্বতন এই কর্মকর্তা আরও বলেন, “এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে ককটেল ও পেট্রোল বোমাগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। ধারণা করা হচ্ছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য এসব ককটেল ও পেট্রোল বোমা আনা হয়েছিল।”