শাকিল রিয়াজ

শাকিল রিয়াজ

শাকিল রিয়াজের কবিতা ‘বিপ্লবের মন্ত্র’

প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৪

হিটলার হটানোর
মন্ত্রটা মন্ত্রীকে
বলেছিল পুলিশের নরপশু হায়না,

—গুলি করি একটারে
একটাই যায় স্যার, বাকিডি তো যায় না।

তরুণ আর তরুণীর
জেগে ওঠা দেখেছিস?
সম্মুখে আগুয়ান, ডানে-বামে চায় না

—গুলি করি একটারে
একটাই যায় স্যার, বাকিডি তো যায় না।

বুকপাতা পোলাপানে
একবারই জেগে ওঠে
বারবার এ জাতি তা চাইলেও পায় না

—গুলি করি একটারে
একটাই যায় স্যার, বাকিডি তো যায় না।

গুলি এলো গোলা এলো
কত ধারা জারি হলো
এ যুগের তিতুমীর কার্ফুটা খায় না

—গুলি করি একটারে
একটাই যায় স্যার, বাকিডি তো যায় না।

ফ্যাসিমুখ রুখে দিতে
রাস্তায় বাসা বাঁধা
সন্তান কতদিন খায়-দায়-নায় না!

—গুলি করি একটারে
একটাই যায় স্যার, বাকিডি তো যায় না।

আগে বাড়া জেন-জির
গেঞ্জিটা টানো কেন?
পিছুটানা চেতনার গান এরা গায় না

—গুলি করি একটারে
একটাই যায় স্যার, বাকিডি তো যায় না।

ভয় থেকে জয় কেড়ে
আনা যায় লাল মেখে
রক্ততে যদি থাকে মুক্তির বায়না

—গুলি করি একটারে
একটাই যায় স্যার, বাকিডি তো যায় না।