লেবানন সীমান্তে ইসরাইলি হেলিকপ্টার বিধ্বস্ত
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০৯, ২০২৪
সিরিয়ার দক্ষিণে লেবানন সীমান্তের কাছে বেইত জিনে একটি ইজরায়েলি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হতাহতের সংখ্যা সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনার কিছু দিন আগে একটি ইজরায়েলি হেলিকপ্টার গাজা উপত্যকার রাফা শহরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাঁচ ইজরায়েলি সেনা নিহত ও ১০ জন আহত হয়।
দুই সপ্তাহ ধরে ইজরায়েল সরকার লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে আসছে। যা গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের এক বছরের বেশি সময় ধরে চলা নিষ্ঠুর অভিযানের একটি সম্প্রসারিত আগ্রাসনের অংশ।
লেবাননে ইজরায়েলি বাহিনীর আগ্রাসনে এ পর্যন্ত ২,১১৯ লেবানিজ নিহত ও ১০ হাজারেরও বেশি আহত হয়েছে। লেবাননে চলমান ইজরায়েলি আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় ৩৬ জন নিহত ও দেড়শোর বেশি আহত হয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি