
রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ১৪, ২০২৫
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন। ক্যাম্প পরিদর্শন ও একাধিক বৈঠক শেষে আজ তারা লাখো রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নেবেন।
রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টার এটিই প্রথম সফর। অপরদিকে জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্পে এটি দ্বিতীয় সফর। রোহিঙ্গা কমিউনিটি নেতারা মনে করছেন, তাদের সফরে প্রত্যাবাসন ইস্যুতে অগ্রগতি আসবে। সফরকারী দুই নেতার কাছে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য সেইফ জোন প্রতিষ্টার দাবি জানাবেন তারা।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “আজ শুক্রবার জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা কক্সবাজার পৌঁছাবেন। এরপর জাতিসংঘের মহাসচিব এ্যান্তেনিও গুতেরেস সরকারি উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাবেন।”
তিনি আরও বলেন, “জাতিসংঘের মহাসচিব শুক্রবার দুপুরে শরনার্থী শিবিরে পৌঁছে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন। জাতিসংঘের মহাসচিব শরনার্থী শিবিরে জাতিসংঘের বিভিন্ন সংস্থা পরিচালিত কর্মকাণ্ড পরিদর্শন করবেন।”
মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “পরে রোহিঙ্গা কমিউনিটি নেতা ও রোহিঙ্গা যুবকদের সঙ্গে মতবিনিময় করবেন এবং শিবিরের লার্নিং সেন্টার ও রোহিঙ্গাদের পাটজাত পণ্যের উৎপাদন সেন্টার পরিদর্শন করবেন। এছাড়া তিনি রোহিঙ্গা মেমোরিয়াল কালচারাল সেন্টার পরিদর্শন করবেন। পরে প্রধান উপদেষ্টাসহ জাতিসংঘের মহাসচিব শরণার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেবেন।”
তিনি আরও বলেন, “কক্সবাজারে পৌঁছে দুপুরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কক্সবাজার বিমান বন্দরের উন্নয়ন কাজ পরিদর্শন করবেন। বিকেল ৩টায় কক্সবাজার জেলার পর্যটন ও উন্নয়ন সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর প্রধান উপদেষ্টা কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলে অবস্থিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করবেন। পরে তিনি উখিয়া রোহিঙ্গা শিবিরে লাখো রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে ইফতার কর্মসূচিতে অংশ নেবেন।”
মিজানুর রহমান বলেন, “এরই মধ্যে ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার ইফতার কর্মসূচির সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। এছাড়া তাদের সফরকে ঘিরে কক্সবাজার ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”