রেজা ঘটকের গদ্য ‘বইমেলার ডায়েরি’
পর্ব ৩
প্রকাশিত : ফেব্রুয়ারি ০৫, ২০২৪
অমর একুশে বইমেলার চতুর্থ দিন চলিয়া গেল অথচ বইমেলায় টয়লেট এখনও ব্যবহারযোগ্য হইল না। কী আজব এক দেশরে মাইরি। আর এদিকে হাজার হাজার লোক খোলা জায়গায় কাম কইরা বইমেলার কোথাও কোথাও তুফান করিয়া ছাড়িয়াছে! কবে যে শুনিব মেঘবৃষ্টি ছাড়াই বইমেলা ভাসিয়া গিয়াছে!
বাংলা একাডেমি কর্তৃপক্ষের নাসারন্ধ যদি সুচাগ্র ও তীব্রভাবে কার্যকর হইয়া থাকে, তাহা হাইলে আমরা ধরিয়া লইতে পারি যে, বইমেলার টয়লেট সমস্যার খুব অচিরেই একটা সমাধান তাহারা বাহির করিবে। নতুবা বইমেলা চালু করিয়া তাহারা টয়লেট ব্যবস্থাপনায় এত অদক্ষতা দেখাইল কোন ভরসায়!
আমরা বিশ্বাস করিতে চাই, বাংলা একাডেমি কর্তৃপক্ষ অমর একুশে বইমেলার টয়লেট সমস্যার একটা বাস্তবানুগ সমাধান অচিরেই করিবেক। কবি বলিয়াছেন, যে জাতির বাথরুম ব্যবস্থাপনা যত তথৈবচ, সেই জাতি সভ্যতার আলো দেখিবার নাম করিয়া হুদাই পৃথিবীতে সময় নষ্ট করিয়া দুনিয়ার অশেষ ছোয়াব কামিয়াব করিবার জন্য পশ্চাদ্দেশ ভিজাইয়া ফেলিবে মাগার সভ্য হইতে পারিবেক না।
৪ ফেব্রুয়ারি ২০২৪