রুদ্র হক
রুদ্র হকের ৪ কবিতা
প্রকাশিত : ফেব্রুয়ারি ০৬, ২০২৩
অলৌকিক প্রত্যাবর্তন
আমি ফিরবো জেনে
আনন্দে থেমে গেল আস্ত শহর
পাড়া মহল্লায় মিছিল-মিষ্টি, আতসবাজি
আমার রাজকীয় প্রত্যাবর্তন
ঘোড়া সাজলো, গাড়ি সাজলো, নারী সাজলো
আপন রূপে ফের!
আমি ফিরবো বলে
মা ফিরলেন স্বর্গ থেকে
বাবা ফিরলেন
অমিতাভদা ফিরলেন
আমার অলৌকিক ফেরার দৃশ্য দেখতে
গোপনে হাজির হলেন স্বয়ং ইশ্বর
আমার ফেরার আকাঙ্ক্ষায় ছিলেন বন্ধুরা
তারা বলতেন, আপনি পারবেন স্বমহিমায় ফিরতে
পৃথিবীতে, এমন ক্ষমতা নিয়ে ক`জন আসে?
স্বজন হাসে, বিদ্রুপ করে সতীর্থের দল
আমাকে বিচূর্ণ করে দিতে চলে সমস্ত আয়োজন
যেন গভীর গোপনে চলে যাই— নিরুদ্দেশ
এভাবেই, হতে পারতো শেষ গল্পটা
তবে আজ কে জেনেছে আমি ফিরবো?
কেন এত হলাহল, কাঁপন ধরছে মনে?
কেন মানুষের মুখে গুনগুন—
‘তিনি যে ফিরবেন
এ কথা কে না জানে!’
কমরেড! কমরেড!
এমন করে দৃশ্যগুলো নিচু হয়ে রইলো
মনে হলো,
সমগ্র পৃথিবী যেন আয়নায় তলিয়ে গেছে
একটা সাদা বাড়ি
একটা হাঁসের ফোয়ারা
ঝুলন্ত দোলনা, কে জানে তার উৎস কোথায়
খাঁ খাঁ দুপুরের মতো নির্জন, মৃত হয়ে রইলো
একটা চলন্ত জিরাফ যেন ঘাড় উঁচু করে
হেঁটে চলেছে আগন্তুক বেশে
আনত মুখ, গম্ভীর
কমরেড! কমরেড!
ব’লে পিঁপড়েরা ঢুকে গেল যে যার ঘরে...
ঘুঘু ও ফাঁদ
ঘুঘু বলছে সকলই ফাঁদ
মাঝি বলছে, ষোল আনাই ফাঁকি
দুপুর বলছে, ভাঙাচোরা জীবন বেচবে নাকি?
হাওয়ার কাছে পরাজিত হাওয়া
ঘুর্ণি তুলছে বুকের ভেতর-ধীর
লোনলি যুধিষ্ঠির—
ট্রিগারে হাত রাখি
যুদ্ধ বলছে,
আমার ছায়া আমার চেয়ে
দীর্ঘ হলো নাকি?
মানুষের ভিড়ে
গায়ে গায়ে এত নাম, পোশাকের স্তূপ
মুকুটজুড়ে উপাধি, রঙের ফানুস
মানুষের ভিড়ে খুন হয়ে গেছে মানুষ...