
রুদ্র হক
রুদ্র হকের তিনটি কবিতা
প্রকাশিত : ডিসেম্বর ৩১, ২০২৪
দৃশ্যপট
একটা ডিপ্রেশন ভর্তি জাহাজ
একটা মদ ভর্তি জাহাজকে ক্রস করে যাচ্ছে
উলটো পিঠে বসে আছে চাঁদ
তীরে, বসে বুদ্ধর মাথা আঁকছি
নাক এবড়ো থেবড়ো
চোখ স্থির
ঠোঁটে বাঁকা হাসি...
নিরপরাধ ঘুম
আমি এক নিরপরাধ ঘুম
পৃথিবী আমাকে জাগিয়ে তোলে
হাতে অস্ত্র তুলে দেয়
দাঁতে শুয়োরের চর্বি কেটে কার্তুজ ভরা রাইফেল
কাঁধে তুলে দিয়ে বলে, মারো!
আমি দিগন্তের দিকে হাজারো গুলি ছুঁড়ে দেখেছি
কোথাও কোনো শত্রুপক্ষ নেই
শত্রুহীন স্বপ্নহীন একটা দীর্ঘদিন
আমি বয়ে নিয়ে গেছি সমুদ্রের কাছে
উল্লাসে ফেটে পড়া দস্যুর দল
সর্বস্ব ছিনিয়ে নিতে গিয়ে দেখেছে
বুকে কোনো মানচিত্র নেই
চোখের খুব গভীরে
একটা পথ দূরে যেতে যেতে
দূরে যেতে যেতে
শূন্যে মিলে গেছে...
আয়নার বাঘ
আয়নায় রোজ একটা বাঘ দেখতে পাই
এ-পারে নিরীহ মানুষ
ব্রাশ ঘষছে চুলে
যেন কারাপ্রাপ্ত বীর বনচারীর সামনে দাঁড়ানো
নির্ভীক উপস্থিতি
স্বাভাবিক চলাচল, ঔৎসুক চোখ
শ্লেষের হাসি, খিস্তি ছুড়ে দিতে দিতে
ঘুমুতে যাই
আয়নায় রোজ একটা বাঘ দেখতে পাই