রিফাহ সানজিদার কবিতা ‘দুশ্চিন্তানামা’
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২১
তোমাকে ভালো লাগে, গৌতম বুদ্ধ যেমন করে বলেছিলেন, তেমন করে।
হাত-পা কাঁপে না, হৃদপিণ্ড স্থির থাকে।
তোমাকে ভালো লাগে, গৌতম বুদ্ধ যেমন করে
বলেছিল, তেমন করে।
আমি অসহায়ের মতো দুশ্চিন্তায় পড়ি না তোমাকে দেখেও, বরং শান্তি আসে একরাশ, যেন তোমাকে চিনি
মহাকালের জন্মেরও বহু আগে থেকে।
একদিন দু`দিন কিংবা বহুদিন,
এক এক করে হারিয়ে গ্যাছে যেসব
কিশোর কিংবা কিশোরীরা— গোটা
এক শৈশব সাথে করে, ওদের কি আমরা খুঁজে দেখবো শহরের মরা নদীটায় কিংবা বহুতলের নিচে চাপাপড়া সবুজ মাঠটায়?
এই যে সব বাসা-বাড়ি, ওর ভেতরে
জ্বলে কৃত্রিম চাঁদ, লাল-নীল-সবুজ
লাইট আছে, রাতের বেলায় মশারির ফাঁক গলে সেসব প্রবেশ করে আমাদের
শরীরে— তাই আর আজকাল
আমরা দেখি না পৃথিবীর চাঁদ।
সবটুকু সোডিয়াম বাতি গিলে ফেলছে
নগরের উন্নয়ন, আমাদের প্রেমটাও
হলো না ভাগ্যিস! না হয় আমরা কী করে দাঁড়াতাম অইসব বাজে বাজে
লাইটের নিচে, ভাগ্যিস আমরা হেঁটেছিলাম একদিন সোডিয়াম বাতির নিচে একরাতে
আজ কেউ নেই, তুমি আমি কিংবা সোডিয়াম বাতিরা।
বকুল ফুলটা ঝরে গেল কাল সন্ধ্যায়।
একটা মৃত তরুণীর লাশ উদ্ধারের খবর
পেয়ে, বকুল ফুলটার বুকে ব্যথা শুরু হয়েছিল, বকুল ফুলটা ঝরে পড়েছে কাল সন্ধ্যায়, মৃত ম্লান শুষ্ক ফুলটা, আহা!