‘রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৫, ২০২৫

আজ বুধবার রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান।

আজ বুধবার রাত ৯টায় ছাত্রসমাজের উদ্দেশে শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এরই প্রেক্ষিতে ফেসবুকে বিভিন্ন অ্যাকটিভিস্ট ৩২ নম্বর গুঁড়িয়ে দেওয়ার কথা লিখেছেন। রাত ৯টায় তারা বুলডোজার নিয়ে হাজির হবে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর পোস্টেও পাওয়া গেছে এ কর্মসূচিতে তাদের সমর্থনের বিষয়টি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে লিখেছেন, “উৎসব হোক!”

হাসনাত আব্দুলাহ লিখেছেন, “আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।”

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আব্দুল্লাহর পোস্টে সরাসরি ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার কথা না থাকলেও প্রবাসী ইউটিউবার পিনাকী ভট্টাচার্য স্পষ্ট করে তা লিখেছেন।

পিনাকী তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে লিখেছেন, “বুলডোজার পাওয়া যায়নি তো কী হয়েছে, হাতুড়ি, শাবল, গাইতি নিয়ে আসুন। ধানমন্ডি ৩২ নাম্বারে আসুন। ইতিহাসের দায় মোচন করতে আসুন। ফ্যাসিবাদের আতুরঘর নিশ্চিহ্ন করতে আসুন।”

তিনি আরও লিখেছেন, “গান গাইতে গাইতে আসুন, শ্লোগান দিতে দিতে আসুন, সন্তানের হাত ধরে আসুন, প্রেমিক প্রেমিকাকে সাথে নিয়ে আসুন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসুন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসুন। আজ রাত ৯টায়। ইতিহাস রচিত হোক।”

পিনাকী ভট্টাচার্য লিখেছেন, “আবু সাঈদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসুন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি। ইতিহাসের দায় মোচন করি।”

অ্যাকটিভিস্ট রাতুল মুহাম্মদ তার ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে লিখেছেন, “আজ রাত ৮টায় শাহবাগ থেকে ধানমন্ডি ৩২ অভিমুখে মিছিল অনুষ্ঠিত হবে। সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো।”