
রবিউল করিম নান্টুর কবিতা ‘দাসত্বের শৃঙ্খল’
প্রকাশিত : এপ্রিল ০২, ২০২৫
যখনই গর্ভে ধরা দেই, বিধির বাঁধন আঁকে রেখা,
দাসত্বের শৃঙ্খল গাঁথে অনিবার্য নিয়তির দেখা।
জন্ম থেকেই শেকল পরে বয়ে চলি নির্বিকার,
মুক্তির বাসনা স্বপ্ন হয়ে ডুবে থাকে অনিবার।
অক্টোপাসের শাখার মতো আঁকড়ে ধরে চারিপাশ,
চেতনাতে ছড়িয়ে দেয় বেদনাবিধুর বিষাদ রাশ।
শ্বাসে শ্বাসে টের পাই, এ শৃঙ্খল অনন্তকাল,
ছাড়াতে চাই, পিছু হাঁটি, ডুবে যাই মহাকাল।
চোরাবালির গভীর টানে তলিয়ে যাই নীরব জলে,
মুক্তির আশা ফেনায় ভাসে, বিভ্রম খেলে মনের তলে।
তবুও আমি স্বপ্ন বুনি ছিন্ন করি আঁধার বাঁধা,
নির্বাসিত পথিক হয়ে ছুটি দূর নীলিমার সাধা।
প্রভাতের রোদ, গোধূলি রঙ, রাতের নিঃশব্দ রোদন,
দাসত্বের ছায়া লেগে থাকে, ব্যথার ঘন বাঁধন।
তবু মানুষ, তবু প্রাণ, তবু আশার দীপ্ত আলো,
শৃঙ্খল মাঝে খুঁজে ফিরি অনন্ত মুক্তির কালো।