যেকোনো সময় ইরানে হামলা, লক্ষ্য তেল উৎপাদন কেন্দ্র
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০২, ২০২৪
কয়েক দিনের মধ্যেই ইরানে বড় ধরনের হামলা চালাবে ইজরায়েল। ইজরায়েলি এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এক্সিওসকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “কয়েক দিনের মধ্যে বড় পরিধিতে ইরানে হামলা চালানো হবে। হামলায় ইরানের তেল উৎপাদন কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।”
মঙ্গলবার ইজরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০টি মিসাইল ছোড়ে ইরান। হামাসের সাবেক প্রধান ইসমাঈল হানিয়া, হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ এবং নিজেদের এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতে ইজরায়েলকে লক্ষ্য করে এ হামলা চালায় ইরান।
ইজরায়েলের আরেক কর্মকর্তা এক্সিওসকে বলেন, “হামলার পর ইরান যদি ইজরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছোড়ে তাহলে ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলাসহ অন্যান্য বিষয় বিবেচনায় রাখা হবে।”
তিনি আরও বলেন, “আমাদের হামলার জবাবে ইরান কীভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটি একটি বড় প্রশ্ন। আমরা বিবেচনায় রাখছি তারা সর্বশক্তি প্রয়োগ করবে। তবে তখন এটি পুরোপুরি আলাদা বলের খেলা হবে।” সূত্র: এক্সিওস