যুদ্ধবিরতি চুক্তির ঝুঁকি তৈরি করছেন নেতানিয়াহু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ১৬, ২০২৫

হামাসের প্রতি অভিযোগ করে যুদ্ধবিরতি চুক্তির ঝুঁকি তৈরি করছেন নেতানিয়াহু। কেননা তিনি দাবি করেছেন, হামাস যুদ্ধবিরতির চুক্তির শর্ত পরিবর্তন করতে চাচ্ছে।

যে কোনো চুক্তি সম্পাদনে ইজরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ও পরে সরকারের অনুমোদন দরকার হয়। তার আগেই বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, “হামাস চুক্তির একটি অংশ নিয়ে আপত্তি তুলেছে। যার মধ্যে ইজরায়েলকে কিছু ফিলিস্তিনি বন্দি মুক্তির ব্যাপারে ভেটো দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “অন্যান্য বিষয়ের মধ্যে একটি নির্দিষ্ট ধারা যা ইজরায়েলকে গণহত্যাকারী সন্ত্রাসীদের মুক্তির ওপর ভেটো দেওয়ার ক্ষমতা দেয়, সেটির বিপরীতে হামাস এই সন্ত্রাসীদের পরিচয় নির্ধারণে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে। ইজরায়েলি আলোচক দলকে আগের চুক্তির শর্তে অটল থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।”

যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় টানা ১৫ মাস যুদ্ধ শেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে  ইজরায়েল ও হামাস। রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। যুক্তরাষ্ট্র ও কাতার গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তির ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পরই এই বিবৃতি দিলেন নেতানিয়াহু।

বর্তমানে যুদ্ধবিরতি চুক্তি ইজরায়েলি সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নেতানিয়াহুর বিবৃতির বিষয়ে হামাস এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।  গাজার চিকিৎসকরা জানিয়েছেন, চুক্তি ঘোষণার পর থেকে গাজায় ইজরায়েলি বোমাবর্ষণে ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে।

স্থানীয় বাসিন্দারাদের ওপর আজ বৃহস্পতিবার সকালেও ইজরায়েলি হামলা অব্যাহত ছিল। হামলায় রাফাহ (দক্ষিণ গাজা), নুসেইরাত (মধ্য গাজা) ও উত্তর গাজার কিছু বাড়ি মাটির সাথে মিশে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইজরায়েলি আগ্রাসনেএখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর বেশির ভাগ নারী ও শিশু। সূত্র: স্কাই নিউজ