যুদ্ধ বন্ধে ট্রাম্পকে প্রতিশ্রুতি পূরণের আহ্বান এরদোগানের
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ০৮, ২০২৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প দ্রুত ইজরায়েল-হামাস যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, “ট্রাম্প সংঘাত বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা চাই, তিনি সেই প্রতিশ্রুতি পূরণ করুন এবং ইজরায়েলকে থামতে বলুন। ইজরায়েলকে দুই হাতে অস্ত্র বিলানো বন্ধ করার মাধ্যমে ট্রাম্প সে পথে যাত্রা শুরু করবেন, এটাই আমার আশা।”
তিনি আরও বলেন, “ফিলিস্তিন ও লেবাননে ইজরায়েলি আগ্রাসন রুখতে যদি দেশটিকে অস্ত্র দেওয়া বন্ধ করেন ট্রাম্প, তাহলে সেটা (শান্তির পথে) ভালো প্রথম পদক্ষেপ হবে।”
বিশ্বের বেশিরভাগ দেশ ইজরায়েলকে গণহত্যা বন্ধের জন্য আহ্বান জানালেও জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার তাদের সমর্থক জুগিয়ে যাচ্ছে। তবে ২০২৪ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর ফিলিস্তিন ও লেবাননে শান্তি ফিরবে বলে আশা করছেন বিশ্বনেতারা।
উল্লেখ্য, নির্বাচনে জিতলেও এখনই হোয়াইট হাউজে উঠছেন না ট্রাম্প। সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী বছরের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব নেবেন।