যুক্তরাষ্ট্রের টাকায় ২৫টি যুদ্ধবিমান কিনছে ইজরায়েল

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ০৭, ২০২৪

মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান কিনছে ইজরায়েল। ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে।

২০৩১ সাল থেকে বোয়িং এই বিমানগুলো ইজরায়েলকে সরবরাহ করা শুরু করবে বলে ইজরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট জানায়।

ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বোয়িং কোম্পানির কাছ থেকে ২৫টি পরবর্তী প্রজন্মের এফ-১৫ যুদ্ধবিমান কেনার জন্য চুক্তি করেছে। ৫২০ কোটি ডলারের এই চুক্তিটি যুক্তরাষ্ট্র প্রশাসন ও কংগ্রেসের অনুমোদিত বৃহৎ সহায়তা প্যাকেজের অংশ। যা এ বছরের শুরুর দিকে অনুমোদিত হয়েছিল।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বোয়িং এই এফ-১৫ বিমান সরবরাহ শুরু করবে ২০৩১ সালে এবং প্রতি বছর ৪-৬টি বিমান সরবরাহ করা হবে। যুদ্ধবিমানগুলো ইজরায়েলি অস্ত্রের সঙ্গে একীভূত উন্নত অস্ত্রব্যবস্থা, দীর্ঘ পাল্লা ও ব্যাপক পণ্যবহন ক্ষমতা দিয়ে সজ্জিত থাকবে।

ইজরায়েলি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই সুবিধাগুলো ইজরায়েলি বিমানবাহিনীকে মধ্যপ্রাচ্যের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সহায়ক হবে।