যাকির সাইদের পাঁচটি গান
প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২১
যে চিনেছে সে কিনেছে
যে চিনেছে সে কিনেছে
কী আসে যায় দামে
ওরে, মরলিরে তুই কামে।
মরলি না রে রূপ সাগরে
মরলিরে তুই কামে
এই বোকামির মূল্য অনেক
দিবি সোনার দামে,
ওরে, মরলিরে তুই কামে।।
মানুষ থুইয়া শয়তান ভজো
গুরু আরো দূরে
পরম মানুষ ঘরে থুইয়া
দিন গেল তোর ভ্রমে,
ওরে, মরলিরে তুই কামে।।
রাধে গিয়াছে ভাসাইয়া আমায়
রাধে গিয়াছে ভাসাইয়া আমায় জোড় পুকুরের জলে,
ফিরা কি আইবো না আর এই না নিদান কালে,
রাধে গিয়াছে ভাসাইয়া আমায় জোড় পুকুরের জলে।
রাধে রাধে জইপা আমার যায় বুঝিগো প্রাণ,
আর কত সহিব আমি রাধার প্রেমের দান,
কূল হারাইয়া ভাসবো কত দারুণও অকূলে,
রাধে গিয়াছে ভাসাইয়া আমায় জোড় পুকুরের জলে।।
একবার যদি আইতো রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে,
ধুলায় শুইয়া বুক পাতিতাম রাধার চরণ তলে,
বলতাম তারে বড় সুখ যে ডুবিয়া অতলে,
রাধে গিয়েছে ভাসাইয়া আমায় জোড় পুকুরের জলে।।
কাম
কাম নাচাতে গিয়ে আমি কামে মজে গিয়েছি
কাম নাচাতে গিয়ে প্রভু কামে মজে গিয়েছি।
কামাগুনের এমন জ্বালা, গলিয়ে দিল রিপুর তালা
মণিকাঞ্চন ধরতে গিয়ে শূন্য হয়ে ফিরেছি
কাম নাচাতে গিয়ে প্রভু কামে মজে গিয়েছি।।
মানবজনম আর কী পাব! ভুলগুলি সব শুধরে নেব
এবার আমায় ক্ষমা করো গুরুর চরণ ধরেছি
কাম নাচাতে গিয়ে প্রভু কামে মজে গিয়েছি।।
নদীর নামটি যমুনা
রাধে গো, মনে আছে নদীর নামটি যমুনা, ঢেউয়ে ঢেউয়ে কূলের কানে বলে,
অষ্টসখিসহ কেন রাধে আমার আসে না, মনে আছে নদীর নামটি যমুনা।
রাধে গো, আমিতো সেই গরুর রাখাল, চিনবে তারে সামনে এসে দাঁড়ালে,
বৃন্দাবনে ঘুমের ভেতর যাকে তুমি হারালে,
সেই বাঁশি আছে সুরও আছে তুমি আমি সেখানে আজ থাকি না।।
রাধে গো, মথুরাতে চলো ঘুরে আসি, পাব খুঁজে আমার দালান বাড়ি,
প্রেমপিয়াসী কত প্রেমিক আজও তারা কাঁদে,
আমরাই শুধু আসছি তাদের ছাড়ি, যুগল ছাড়া আজও তাদের চলে না।।
প্রাণ প্রবাহ
ওরে প্রাণ সত্তার প্রাণ প্রবাহ, পরমাত্মা জুড়ে,
জীবাত্মাতে পাপের আকর, পাপের পাকে ঘোরে
ওরে পরমাত্মা জুড়ে।
রুহ আমার পূত পবিত্র, নফস পাপের কারখানা,
জীবন বৃক্ষের ফল খাওয়াইয়া, আটকে রাখছো জেলখানা,
কোথায় রইলো সৃষ্টি তোমার, কোথায় রইলাম আমি,
প্রভু দেইখা যাও না ঘুরে।।
নফসের সাথে যুদ্ধ করে জীবন হলো পগারপার,
না যদি দাও গুরুভক্তি এই জীবনের কী দরকার!
কোথায় প্রভু, কোথায় শয়তান, কোথায় রইলাম আমি
ওরে কোথায় মারলা ছুড়ে।।