মোবাইলের প্রথম নকশাকার সুমিত রায়ের আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১২, ২০২৪

মোবাইলের প্রথম নকশাকার সুমিত রায়ের আজ জন্মদিন। ১৯৪০ সালের ১২ অক্টোবর বৃটিশ ভারতের কলকাতার ভবানীপুরে তার জন্ম। বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা বিকাশ রায় তার বাবা।

ভবানীপুরেরই মিত্র ইনস্টিটিউটশনে সুমিতের পড়াশোনা শুরু হয়। ১৯৫৪ সালে স্কুলের পাঠশেষে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। আই এস সিতে তিনি নবম স্থান অধিকার করেন। ১৯৫৬ সালে স্নাতক হন।

তৎকালীন শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রবেশিকা পরীক্ষার প্রথম হন। ১৯৬২ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। কলকাতায় অল্প সময়ের কর্মজীবন অতিবাহিত করে ১৯৬৪ সাল `আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স` বিষয়ে গবেষণার জন্য যুক্তরাষ্ট্রে যান।

ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ডিগ্রি লাভের পর আমেরিকার তৎকালীন জগৎবিখ্যাত বেল টেকনিক্যাল ল্যাবরেটরির প্রথম সারির কারিগরি বিজ্ঞানী নিযুক্ত হন। বেলস ল্যাবরেটরিতে সুমিত রায় তথ্যপ্রযুক্তির পুরোধা ব্যক্তিত্ব ছিলেন।

বহু অসামান্য কাজের মধ্যে তিনি ৩২-বিট মাইক্রোপ্রসেসর গ্রুপের সদস্য হিসেবে এবং অটোপ্লেক্স সেলুলার সিস্টেমে কাজ করে উল্লেখযোগ্য অবদান রাখেন। বেলস ল্যাবরেটরির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম তথা অনুসন্ধান ও বিকাশ কার্যক্রমের পরিশ্রমী কর্মচারী ও সকলের শ্রদ্ধেয় পাত্র ছিলেন দীর্ঘ সাতাশ বৎসরের কর্মজীবনে।

সফল প্রযুক্তিবিদ হলেও সুমিত রায়ের ছিল সাহিত্য-অনুরাগী কবি মন। তিনি বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতি জগতের গুণমুগ্ধ পৃষ্ঠপোষক ছিলেন। রবীন্দ্রসঙ্গীত অনুরাগী সুমিত রায় নিউ জার্সির অন্তরা রবীন্দ্রসঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

সুমিত রায় ২০২১ সালের ২৬ মে ৮০ বছর বয়সে নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেন।