মিয়ানমারে পাথরের খনি ধসে নিহত ৩২
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ১৭, ২০২৫
মিয়ানমারে উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে জেড পাথরের একটি খনি ধসে ৩২ জন নিহত হয়েছে। সোমবার রাজ্যের হপাকান্ত শহরের জেড খনি এলাকায় কাদা ধসে এই দুর্ঘটনা ঘটে।
কাদা ধসের ফলে সা পাউট গ্রামের ৩ নম্বর ওয়ার্ড কাদায় ডুবে যায়। প্রায় ৫০টি বাড়িঘর কাদার নিচে চাপা পড়ে এবং এতে ৩২ জন নিহত হয়।
স্থানীয় কর্মকর্তা জানিয়েছে, ৩ দিনের অনুসন্ধান প্রচেষ্টার পর ৩১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রথম দিনে আহত একজন হাসপাতালে মারা যায়।
বর্তমানে চাপাপড়া ঘরগুলোর চারপাশের কাদা পরিষ্কার করা হচ্ছে। কাদাধসের কারণে বন্ধ রাস্তাগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে। এখনো কিছু মানুষ নিখোঁজ রয়েছে। কিন্তু অনুসন্ধান অভিযান স্থগিত করা হয়েছে।
এর আগে ২০২৩ সালের আগস্ট মাসে হপাকান্ত টাউনশিপেই অন্য একটি খনিতে এমন ভয়াবহ ধস হয়েছিল। সেই ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়। সূত্র: সিনহুয়া