
মিয়ানমার, বাংলাদেশ ও থাইল্যান্ডে ভূমিকম্প
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ২৮, ২০২৫
রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আজ শুক্রবার আঘাত হেনেছে মিয়ানমারে। এছাড়া বাংলাদেশ ও থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ এই অঞ্চলের অন্যান্য স্থানেও কম্পনের খবর পাওয়া গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে।
স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে দেশটির রাজধানী নেপিদোর রাস্তায় ফাটল দেখা দিয়েছে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসে অন্তত ৪৩ শ্রমিক আটকে পড়েছে। এ অবস্থায় শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভূমিকম্পে সেখানকার ভীতসন্ত্রস্ত বাসিন্দারা উঁচু ভবন থেকে বেরিয়ে আসে।
ভূমিকম্পের তীব্রতায় ব্যাংককের একটি ভবনের ছাদের সুইমিং পুল থেকে পানি বাইরে নিচের দিকে ছিটকে পড়তে দেখা গেছে। থাই সরকার জরুরি বৈঠকে বসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভূমিকম্পের কারণে ভবনগুলো দুলতে শুরু করে। কয়েকটি ভবনের জানালাও ভেঙে পড়তে দেখা গেছে। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, পুল থেকে পানিও বেরিয়ে আসতে শুরু করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ব্যাংককে বিভিন্ন ভবন থেকে লোকজন বের হয়ে এসে রাস্তায় জড়ো হচ্ছে।
আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার পর বাংদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।