মিথ্যা যুদ্ধাপরাধ মামলায় দেড় বছর কারাভোগ জামায়াত নেতার
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ২৫, ২০২৪
ময়মনসিংহের ফুলপুর উপজেলার জামায়াতে ইসলামীর আমির মাহবুব আলম মণ্ডল মিথ্যা যুদ্ধাপরাধ মামলায় প্রায় দেড় বছর কারাভোগ করেছেন। গত বছরের ২৫ জুন তিনি গ্রেফতার হন। ৫ নভেম্বর জামিনে মুক্তি পান।
দীর্ঘদিন পলাতক ও কারাভোগের পর তিনি শনিবার উপজেলার পূর্ব বাখাই গ্রামের নিজ বাড়িতে আসেন। স্থানীয়দের উপস্থিতিতে তিনি সাংবাদিকদের বলেন, “২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আমি উপজেলা জামায়তে ইসলামীর আমিরের দায়িত্ব পালন করছি।”
তিনি আরও বলেন, “জমি সংক্রান্ত বিরোধে স্থানীয় পরিমল চন্দ্র দাস ২০০৯ সালে আমার বিরুদ্ধে মিথ্যা যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করে। পরে বাদী ও সাক্ষীরা এফিডেভিট মূলে মামলাটি প্রত্যাহার আবেদন করেন। স্থগিত থাকলেও ২০১৯ সালে মামলাটি পুনর্জীবিত করা হয়।”
মাহবুব আলম মণ্ডল বলেন, “স্বাধীনতা যুদ্ধের সময় আমার বয়স ছিল ১৪ বছর। যুদ্ধাপরাধে জড়িত ছিলাম না। এমনকি এলাকার কেউ এ কথা বলতে পারবে না। আদালতে কেউ সাক্ষ্যও দেয়নি। শুধু রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছে।”