মাসুদ পথিকের ভালোবাসার টুকরো কবিতা

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৪, ২০২১


বেদনার মতো সুখ
জড়িয়ে আছে বসন্তের দুটি বুক
আমার কেবল ভালোবাসার অসুখ


বসন্ত কালারে সই
বিরহ ব্যথায় রই


তথাপি ফুল ফুটুক বা না-ফুটুক, আজ মৌসুম
হাওয়ায় ছুটিয়েছি ঘোড়া, স্মৃতির কপালে দিয়ে চুম


প্রেম বলে, আমি বড়
কাম বলে, আমি
ফুল বলে আমি, ভুল গুরুতর
জীবন বলে আমি জৈব অনুগামী


ব্যথা বলছে সুখ হবো, সুখ বলে ব্যথা
মুখ বলছে হৃদয় হবো, বুকে উদারতা


বেদনারা ক্ষয়ে ক্ষয়ে ব্যথা হয়ে গেল
ব্যথাও শূন্যতার বৃদ্ধ মা হয়ে গেল


প্রেম যারে খায় তারে খুঁজে পাওয়া যায়
কিন্তু কবিতা যারে খায় তারে পাওয়ার কি উপায়?


কামের কাছে প্রেম, আজন্মকাল কাঁচামাল
নারী-পুরুষ কাছে আসে, চাটে সময়-গাল


যারা যাত্রা করেছিল তোমার চোখের সমুদ্রে, তারা
ভেসে ভেসে আমার কবরে ঢুকে হলো আত্মহারা


মানুষ যতবার মরে যায় ততবার বাঁচে
আজও, অন্ধকারে দুটি অন্ধ প্রেমিক নাচে


ভোর হবার পর্বে কিছু রাত গাই
রাতের মতো রাত এখন আর নাই