মাসুদ খানের কবিতা ‘ধীবর’

প্রকাশিত : জুন ১৩, ২০২৪

তুমি তো ধীবর জাত,        সারাদিন সারারাত
           বসে থাকো নদীর কিনারে
জাল ফেলে নিশ্চুপ।          এই ধৈর্যের রূপ
           আহা কোথাও তো দেখি না রে।
এমন জাদুর জালে            কত মাছে, শৈবালে
            ছুটে এসে দেয় আত্মাহুতি।
তুমি জাত-জলদাস,          তবু এ কী পরিহাস
           মাছে দেখি জাগে অনুভূতি!
ধীবরের শাদা মন,             সদা ভাবছ কখন
           নদী জাগে মাছের জোয়ারে!
তুমি তো ধীবর জাত,        সারাদিন সারারাত
           বসে থাকো নদীর কিনারে।
জল ও জালের লীলা,         তরলে ভাসায় শিলা
            ঘাই মারে মৎস্যরতন
জাল নয়, কালাচাঁদ,           মায়া লাগানোর ফাঁদ,
            ত্রিভুবনে কী আছে অমন?
জালের মায়ায় ম’জে,          সাধু ধীবরের খোঁজে
            ধেয়ে আসে আধেয়, আধারে।
তুমি তো ধীবর জাত,          সারাদিন সারারাত
            বসে থাকো নদীর কিনারে।
একে তো ঘোলাটে পানি,     তদুপরি কানাকানি,
            জলে নাকি কামট, কুমির
তবুও ধীবর বলে,               কখন নামব জলে
            মনপ্রাণ উতলা, অধীর।
মন তবু মানে তার,             প্রাণটা তো অনিবার
            ছুটে যায় ইশারা আকারে
তুমি তো ধীবর জাত,          সারাদিন সারারাত
           বসে থাকো নদীর কিনারে।
এমন নদীর বাঁকে               তেঁতুলের গাছ থাকে
           তেঁতুল পাকতে থাকে ক্রমে।
কুমির কামুক বটে              ঠেলিয়া ডাঙায় ওঠে
          পাকা-পাকা তেঁতুলের ভ্রমে।
ধীরে ধীরে বয় বায়ু,             আরো ধীরে পরমায়ু
           বেড়ে যায় মীন-সংসারে।
তুমি তো ধীবর জাত,          সারাদিন সারারাত
           বসে থাকো নদীর কিনারে।
জল ও জালের খেলা           সারাদিন সারাবেলা
            মাছেরা মারছে খালি ঘাই
জাল সে তো নয়, চাঁদ,        মায়া লাগানোর ফাঁদ,
            ওরকম আমার যে নাই!
ওপারে মাছের দেশ,             লীলার তো নাই শেষ,
            আমি থাকি নদীর এপারে।
তুমি তো ধীবর জাত,           সারাদিন সারারাত
            বসে থাকো নদীর কিনারে।