মাসুদ করিম

মাসুদ করিম

মাসুদ করিমের বিখ্যাত পাঁচটি গান

প্রকাশিত : নভেম্বর ১৬, ২০২৩

গীতিকার মাসুদ করিমের আজ ২৭তম মৃত্যুদিন। ১৯৯৬ সালের ১৬ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে কানাডার মন্ট্রিয়ালে তিনি মারা যান। তার স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে তার লেখা পাঁচটি বিখ্যাত গান পুনর্মুদ্রণ করা হলো:

মনটা ছিল পথে পড়ে

মনটা ছিল পথে পড়ে
বুকে ছিল ব্যাথার ঢল
সঙ্গে ছিল তোমার চিঠি
বন্ধু ছিল আঁখিজল।
তুমি আছ আর কিছু চাই না।

যে চোখে শ্রাবণ ছিল
সে চোখে স্বপন আজ
যে বুকে আগুন ছিল
সে বুকে ফাগুন আজ।
তোমাকে হারিয়েছি তাই তো হারাই না
তুমি আছ আর কিছু চাই না।

যে আশা বিদুর ছিল
সে আশা মধুর আজ
যে মুখে বাদল ছিল
সে মুখে বধূর লাজ।
তোমাকে ফুরিয়ে গেছি
তাইতো ফুরাই না
তুমি আছ আর কিছু চাই না।

সন্ধ্যার ছায়া নামে

সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া
ভালো লাগে জীবনের এই গান গাওয়া।

একটি দু’টি তারা জ্বলে আকাশের কোলে
ভীরু ভীরু চোখে কোন স্বপ্ন যে দোলে।

সাতরঙা সেই রঙে মন হলে ছাওয়া
এই মন কখনও কি যায় ফিরে পাওয়া।

আঁধারের শেষে জানি আছে শুধু আলো
অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো।

সে চেনায় হয় যদি আরও কিছু পাওয়া
এ মনের সাধ্য কি আর পিছু ফিরে যাওয়া।

যখন থামবে কোলাহল

যখন থামবে কোলাহল
ঘুমে নিঝুম চারিদিক
আকাশের উজ্জ্বল তারাটা
মিটমিট করে শুধু জ্বলছে
বুঝে নিও তোমাকে আমি ভাবছি
তোমাকে কাছে ডাকছি
ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার
জেগে থেকো সেই রাতে।

যখন ফুলের গন্ধ এসে
আবেশ ছড়াবে মনে
বুঝে নিও আমি
আসছি সঙ্গোপনে।

কোকিলের ডাক যদি শোনো
আমি আর দূরে নেই জেনো
একটু পরেই দেখা হবে দুজনাতে।।

যখন দখিন বাতাস গায়
পরশ বুলাবে এসে
জেনো এসে গেছি
আমি অবশেষে
বাসনার সেই নদী তীরে
চিনে নিও প্রিয় সাথীরে
স্বপ্ন ভেবে কেঁদো নাকো বেদনাতে।।

তন্দ্রাহারা নয়ন আমার

তন্দ্রাহারা নয়ন আমার
এই মাধবী রাতে।
তারার কুসুম হয়ে চায় স্বপ্ন ছড়াতে।

বাতাসেরই ফাল্গুনি গান
দেয় মুছে সব অভিমান।
সুরের কাকলী তাই চায় কণ্ঠে জড়াতে।।

তনু মন এই রাত কেন মুখর এত জানি না
এই গান এই সুর কেন যে মধুর এত জানি না।

হৃদয়ের এই কলতান
নেই কভু এর অবসান
বনের পাখিরা তাই চায় ছন্দ ঝরাতে।।

জীবন আঁধারে পেয়েছি তোমারে

জীবন আঁধারে পেয়েছি তোমারে
চিরদিন পাশে থেকো বন্ধু
আমারই সুখে আমারই দুঃখে
তুমিই ভরসা ওগো বন্ধু।

তুমি রিনিঝিনি সুরে বীণা বাজালে
মুগ্ধ চোখে ওগো কাছে এলে
আমি তোমারই হাতে হাত রেখেছি
তোমারই ছিলাম ওগো তোমারই আছি
তুমি যে আমার আলো আকাশ
ওগো তুমি যে আমার বুকের নিশ্বাস
সারাটি জীবন ধরে

তুমি ভালবেসে বুকে মোরে জড়ালে
অন্ধকারে ওগো পথ দেখালে
কত সাধনাতে তোমাকে যে পেয়েছি
দুঃখ ব্যথা সবই ভুলে গেছি
তুমি যে আমার প্রাণের ভাষা
ওগো তুমি যে আমার সোনালী আশা
সূর্য ওঠা ভোরে।।