মালয়েশিয়ায় কর্মী যেতে না পারায় দায়ী রিক্রুটিং এজেন্সি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২৫

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ২০ হাজার কোটি টাকা লোপাটে জড়িতদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হাইকোর্টে দাখিল করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। আজ রোববার সকালে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়।

১৭ হাজার ৭৭৭ কর্মী মালয়েশিয়ায় যেতে না পারায় রিপোর্টে রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়েছে। এ সময় হাইকোর্ট ১৭ হাজার ৭৭৭ জনকে মালয়েশিয়া পাঠানোর বিষয়ে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা ২৭ আগস্টের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের কাছে আদালত জানতে চান।

একই সঙ্গে দায়ী রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। ভিসাসহ অন্যান্য কাগজপত্র ঠিক থাকার পরেও ৩১ মে উড়োজাহাজের টিকিট না পাওয়ায় কয়েক হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি। পরে এর তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

গত বছরের ১৬ জুলাই হাইকোর্ট রুলসহ একটি আদেশে ভিসাসহ অন্যান্য কাগজপত্র ঠিক থাকার পরও সম্প্রতি কয়েক হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে না পারায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। ২৭ আগস্ট মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।